সোমবার (২০ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল বাংলানিউজকে জানান, খবর পেয়ে বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সোনিয়া নামে এক তরুণীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন। তবে তার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এমএস/ওএইচ/