সোমবার (২০ আগস্ট) রাত ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদ উদ্দিন আহম্মেদ লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার পর থেকে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। ফলে রাতে দুর্ঘটনা এড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সারা রাতই বন্ধ থাকবে। তবে মঙ্গলবার (২১ আগস্ট) সকাল থেকে লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে বলে জানান তিনি। রাতে যাত্রীদের ফেরিতে পারাপার হওয়ার অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ সময়ঃ ২৩২৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
কেএসএইচ/বিএসকে