সোমবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের দু’পাশের যানবাহন চলছে রিক্সার চেয়ে ধীর গতিতে।
বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট শামীম খান সাভার থেকে জানিয়েছেন, রাজধানীর আসাদ গেট থেকে বিকেল থেকেই তীব্র যানজট।
তিনি বলেন, এতোক্ষণ এক ঘণ্টা পরপর একটু করে গাড়ি চলছিলো। এখন এক মিনিট যাচ্ছে আবার থেমে যাচ্ছে। এ অবস্থায় যাত্রীদের ভোগান্তির কোনো সীমা নেই।
সাভার, আশুলিয়া ধামরাই এলাকার অধিকাংশ গার্মেন্টস দুপুর থেকে ছুটি হয়ে যাওয়ায় যানবাহনে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। আর পশুবাহী গাড়ির কারণে সড়কে ধীর গতি আগে থেকে আছে।
ফরিদপুর, গোপালগঞ্জ যাওয়া বাস যাত্রী আকাশ, জুয়েল, রাসেলসহ অনেকে বাংলানিউজকে জানান, গার্মেন্টস ছুটি হয়েছে দুপুরে তাই বাড়ির উদ্দেশ্য গাড়িতে উঠি। কিন্তু যেভাবে গাড়ি চলছে তার চাইতে হেঁটে যাওয়া অনেক ভাল।
পাটুরিয়া থেকে ছেড়ে আসা গরু ব্যবসায়ী মিলন জানান, গরু বিক্রি করার জন্য গাবতলী হাটে যাওয়ার জন্য রওনা হয়েছি এখন রাস্তায় যে যানজট মনে হয় সারা রাত রাস্তায় থাকতে হবে। এ রকম যানজট থাকলে গরমে গরু মারা যেতে পারে।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ রিজাউল হক বাংলানিউজকে জানান, প্রতিটি স্ট্যান্ডে আমাদের পুলিশ ফোর্স রয়েছে। কিন্তু সমস্য হলো বেশির ভাগ গার্মেন্টস কর্মীরা আজকে বাড়ি যাচ্ছে। এ কারণে মাঝে মধ্যে গাড়ি ধীর গতি যাছে। কিছু সময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
বিএসকে