গরু কিংবা ছাগলটিকে পরিষ্কার স্থানে রাখা, সম্ভব হলে গোসল করানো, বেশি করে পানি খাওয়ানো ইত্যাদি।
পশু চিকিৎসকদের মতে, পশু কেনার পর হাট থেকে শুরু করে কোরবানি দেওয়া পর্যন্ত পশুর যত্ন নিতে হবে।
যেভাবে যত্ন নিতে হবে
১. কোরবানির হাট থেকে পশু কিনে দৌড়ে বাড়িতে নেওয়া উচিত নয়। কারণ ওইসব পশুর দৌড়ানোর অভ্যাস নাও থাকতে পারে। এতে গরু বা ছাগলটি ক্লান্ত হয়ে যেতে পারে। হাট থেকে বাড়ির কাছে হলে হেঁটে নেওয়া যেতে পারে।
২. হাট থেকে বাড়ি দূরে হলে পিকআপ ভ্যানে করে পশু নেওয়া যেতে পারে।
৩. পশুর শরীরে কোনো প্রকার ময়লা থাকলে বাড়িতে নিয়ে তা ধুয়ে ফেলতে হবে।
৪. স্যাতস্যাতে জায়গায় না রেখে পরিষ্কার স্থানে রাখতে হবে।
৫. জোর করে বেশি খাওয়ার না দেওয়া। পশুর সামনে স্বাভাবিক খাবার দিতে হবে।
৬. আবহাওয়া গরম থাকলে পানির সঙ্গে স্যালাইন মেশানো যেতে পারে।
৭. তবে কোরবানির আগের রাতে বেশি খাবার দেওয়া উচিত নয়।
বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
ইএস/আরবি/