সোমবার (২০ আগস্ট) মধ্যরাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সিংগিমারী চরে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- সিংগিমারী চরের মৃত নয়া মিয়ার ছেলে আনারুল ইসলাম, মাহাতাব উদ্দিন ও প্রতিবেশি মহুবর রহমানের ছেলে আনোয়ারুল ইসলাম।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজমুল হক বাংলানিউজকে জানান, সোমবার রাতে আনারুল ইসলাম গোয়াল ঘরে মশার কয়েল দিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর সেই মশার কয়েল থেকে গোয়ল ঘরে আগুন লেগে যায়। এতে দুইটি গরু আগুনে পুড়ে মারা যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে মাহাতাব ও আনোয়ারুলের বাড়িতে লেগে যায়। এসময় তাদের আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই তিন কৃষকের পাঁচটি বাড়ি, প্রায় একশত মণ পাট, ধান, চাল ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি আগুনে তাদের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অফিসার পাঠিয়ে তদন্ত করা হবে।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এনটি