জেলার ১১টি উপজেলার মধ্য সাপাহার, নিয়ামতপুর, পোরশা এবং ধামইরহাট এই চারটি উপজেলা সীমান্তবর্তী এলাকা। এসব এলাকাগুলো কঠোর নজরদারিতে থাকলে সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধ করা যাবে বলে আশা করছেন বিজিবির কর্মকর্তারা।
নওগাঁ-১৪ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল খিজির খান বাংলানিউজকে জানান, চামড়া পাচার রোধে বিজিবি সজাগ রয়েছে। কোনভাবেই দেশের বাইরে চামড়া পাচার হতে দেওয়া যাবে না। জেলার যেসব স্থান দিয়ে ভারতে চামড়া পাচারের আশংকা রয়েছে এমন স্থানে বিজিবির সতর্ক চৌকি বসানো হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, এ বিষয়ে বিজিবি এবং জেলা প্রশাসকের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। জেলার সীমান্তবর্তী সড়কগুলোতে পুলিশের বিশেষ চেকপোস্ট থাকবে। প্রতিটি ট্রাক, পিকআপসহ সকল যানবাহনে পুলিশ তল্লাশি চালাবে। কোরবানির চামড়াবাহী কোনো গাড়ি সীমান্তের দিকে কেউ নিয়ে যেতে পারবে না। চামড়া পাচার রোধে বিজিবির পাশাপাশি ২৪ ঘণ্টা কাজ করবে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এনটি