রাজধানীর কারওয়ান বাজারসহ নগরীর বিভিন্ন গলি, পশুর হাট এবং বাজারে এসব বিক্রি করছেন মৌসুমী ব্যবসায়ীরা।
শাহাজাহানপুরে এক মৌসুমী ব্যবসায়ী রতন জানান, প্রতি আঁটি ঘাসের দাম ২০ টাকা করে বিক্রি করছে তারা।
তিনি বলেন, সোমবার বিকেল থেকে বেচা-বিক্রি ভালোই হচ্ছে।
খড় কেনায় ব্যস্ত একজন ক্রেতা
মাংস কাটার জন্য হোগলা পাতার পাটি কিংবা কাটা মাংস রাখতে বাঁশ-বেতের তৈরি টুকরিও বিক্রি হচ্ছে। নির্দিষ্ট দৈর্ঘ্য-প্রস্থের হোগলা পাতার বিছানা পাওয়া যাচ্ছে ৭০ থেকে ২০০ টাকার মধ্যে।এছাড়া কলার পাতা, কাঁঠাল পাতাসহ বিভিন্ন পাতাও বিক্রি করতে দেখা যাচ্ছে হাট কিংবা অলিগলিতে।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
ইএস/এএ