মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৬ টায় গোমার রাঙ্গামাটি নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আনোয়ার বাকেরগঞ্জের সাত নম্বর কবাই ইউনিয়নের খোদাবাঁশকাঠী গ্রামের বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল নৌ স্টেশনের লিডার মো. হাবিবুর রহমান।
তিনি জানান, সকালে ট্রলার ডুবির ঘটনার খবর শুনে সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরিরা।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এমএস/এএটি