আবহাওয়া অনুকূলে থাকায় বুধবার (২২ আগস্ট) সকাল ৮টায় শহরের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায়ে ময়দানে মুসল্লিদের ঢল নামে।
এছাড়া সকাল ৯ টায় একই ময়দানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। তবে দ্বিতীয় জামাতে মুসল্লির সংখ্যা কম ছিল।
পরে নামাজ শেষে দেশেবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। এছাড়া শহরের বিভিন্ন এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাত শুরুর আগে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য দেন- ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান ও পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এমএএএম/ওএইচ/