শনিবার দিবাগত রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গান এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র সিংহ জানান, রাত ১০টায় চেঙ্গান এলাকার খালের মধ্যে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে উদ্ধার করে।
সেন্টু চন্দ্র সিংহ বাংলানিউজকে বলেন, তার পরনে ছিল সালোয়ার কামিজ ও গলায় ওড়না পেঁচিয়ে ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে এবং ব্যবস্থা নেওয়া হবে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। নারীর পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এসআইএস