সোমবার (২৭ আগস্ট) বিকেলে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।
নিহত নাছরুল হাছান স্বপন দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের আবদুল জলিল সরকারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় নাছরুল হাছান স্বপন খুচরা ওষুধ বিক্রয় ও ফ্লেক্সিলোডের ব্যবসায়ী ছিলেন। ২০০৯ সালের ৫ অক্টোবর রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বপনের মৃত্যু হয়।
ঘটনার পর দিন নিহত স্বপনের বাবা আব্দুল জলিল সরকার বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ দেবিদ্বার উপজেলার চাঁনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে শফিকুল ইসলাম ওরফে শফিককে অভিযুক্ত করে ওই বছরের ৮ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। এর আগে হত্যাকাণ্ডের দায়
স্বীকার করে ১৫ অক্টোবর শফিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ মামলায় ২৯ জন সাক্ষীর মধ্যে ২১ জন স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার অভিযুক্ত শফিককে ফাঁসির আদেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
ওএইচ/