সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বীথি ওই গ্রামের আকতার হোসেনের মেয়।
পরিবারের বরাত দিয়ে নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ঘরের বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বীথি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসআরএস