ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীথি খাতুন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বীথি ওই গ্রামের আকতার হোসেনের মেয়।

সে নলডাঙ্গা শামসুর রহমান দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

পরিবারের বরাত দিয়ে নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ঘরের বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বীথি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।