রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় ভোলা-লক্ষীপুর-বরিশাল সড়কের ভোলা অংশের তুলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় আনোয়ারা ওই সড়ক দিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল আনোয়ারাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এনটি