নিহত আতাব আলী রাজবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি ঘিওর উপজেলার পুখরিয়া গ্রামে মদন আলীর ছেলে।
সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধুলন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ দৌলা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় পুলিশ কনস্টেবল আতাব আলী তার স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে মহাদেবপুর থেকে গ্রামের বাড়ি পুখরিয়া যাচ্ছিলেন। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের ধুলন্ডী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাভলী এন্টার প্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আতাব আলীর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ইয়ামিন উদ দৌলা।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
কেএসএইচ/ওএইচ/