ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

লাকসামে বাসচাপায় প্রাণ গেলো হেলপারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
লাকসামে বাসচাপায় প্রাণ গেলো হেলপারের

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলার পরানপুর বাজারে বাসচাপায় সুমন মিয়া (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২৭ আগস্ট) বিকেলে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সুমন জেলার মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে এবং বোগদাদ ট্রান্সপোর্ট নামে বাসের হেলপার ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ ট্রান্সপোর্ট নামে বাসটি পরানপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে যায়। এ সময় অসাবধনাবশত হেলপার সুমন বাস থেকে পড়ে যান। এতে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয়রা সড়কে নিরাপত্তা ও স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সড়ক অবরোধের ফলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে লাকসাম হাইওয়ে পুলিশ ও লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ওইস্থানে গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।

লাকসাম হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।