ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে ট্যাংক বিস্ফোরণে দগ্ধ বউ-শাশুড়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
পল্লবীতে ট্যাংক বিস্ফোরণে দগ্ধ বউ-শাশুড়ীর মৃত্যু

ঢাকা: রাজধানীর পল্লবীতে পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ দু’জন হলেন লাবনী (১৮) ও তার শাশুড়ী বেদানা বেগম (৫০)।

সোমবার (২৭ আগস্ট) রাত পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনাটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচে।

গত ২১ আগস্ট রাতে রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনের পল্লবী থানার ই-ব্লকের লাইন-৪ এলাকায় একটি বাড়ির নিচতলায় রিজার্ভ ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে শিশুসহ দগ্ধ হয় নয়জন।

শনিবার (২৫ আগস্ট) বিকেলে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিলি নামে এক শিশু। পরদিন রোববার (২৬ আগস্ট) সকালে মারা যান সুরত আলী নামে এক ব্যক্তি, আর সন্ধ্যায় মারা যান তার মেয়ে আলেয়া (৩০)।

সোমবার মারা যাওয়া বেদানা হলেন সুরতের স্ত্রী, আর লাবনী তাদের ছেলের বউ। । দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন বাকি চারজন হলেন সুরতের ছেলে রাব্বি (২১), বাড়ির মালিক মোশারফ হোসেন (৪৫), তার ছেলে জিসান (১৮) ও আত্মীয় আউয়াল হেসেন বাবু (৩২)।  

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল রাতে লাবনী-বেদানার মৃত্যুর খবর জানিয়ে বাংলানিউজকে বলেন, দগ্ধ অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।  

সুরত আলী পরিবার নিয়ে ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮/আপডেট ২২২৮ ঘণ্টা
এজেডএস/এমএ/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।