ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে ভ্রমণ, সাড়ে ৪শ’ যাত্রীর জরিমানাসহ ভাড়া আদায়

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
বিনা টিকিটে ভ্রমণ, সাড়ে ৪শ’ যাত্রীর জরিমানাসহ ভাড়া আদায়

ঈশ্বরদী (পাবনা): বিনা টিকিটে ভ্রমণ করার দায়ে ঢাকাগামী দু’টি ট্রেনের ৪৫০ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা অভিমুখী দু’টি ট্রেনে এ অভিযান চালানো হয়। এ সময় বিনা টিকিটে ভ্রমণ করায় যাত্রীদের কাছ থেকে ২ লাখ ৫২ হাজার টাকা আদায় করা হয়।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ঢাকাগামী দু’টি আন্তঃনগর ট্রেনে ঈশ্বরদী বাইপাস, মুলাডুলি, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) টাঙ্গাইল স্টেশন থেকে ওঠা বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে।  

দিনাজপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদী বাইপাস হয়ে ঢাকাগামী ৭০৬ নম্বর আন্তঃনগর একতা এক্সপ্রেস, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৬৬ নম্বর নীলসাগর এক্সপ্রেস ট্রেন দু’টিতে ভ্রাম্যমাণ টিকিট চেকিং অভিযান চালানো হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে ১ লাখ ৫২ হাজার টাকা ভাড়া এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান ডিসিও আনোয়ার হোসেন।  

এ সময় পাকশী বিভাগীয় দপ্তরের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (জেটিআই) সাজেদুল ইসলাম বাবু, জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টের শাহিনূল ইসলাম, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু, গোলাম কিবরিয়া, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।