সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঘাইহাট এলাকার গঙ্গারামমুখ স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রিপন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার উত্তর কবাখালী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কাঠবোঝাই ট্রাক্টর নিয়ে দীঘিনালার দিকে আসছিলেন রিপন। পথে গঙ্গারামমুখ স্থানে এলে পাহাড় থেকে নামার সময় ট্রাক্টরে থাকা কাঠগুলো বাঁধন খুলে তার গায়ে এসে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এডি/আরবি/