সে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দক্ষিণ মান্দারি এলাকার সয়েদুল্লাহর ছেলে।
সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির দেয়াল ধসে সাজ্জাদ নামের ওই শিশু চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই মিজান।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসএস/ওএইচ/