সোমবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ষোল মাইল এলাকায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, আজমেরী গ্লোরী পরিবহনের (চন্দ্রা-গুলিস্তান রুটে চলাচলকারী) একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান মোজাম্মেল।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এইচএ/