সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা চকবরকতের জগদিশপুর গ্রামে অভিযান চালিয়ে এ পাঁচজনকে আটক করে।
এরা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুর ঘাট থানার পিরোজপুর গ্রামের দেবেন মাহাতোর ছেলে কেলীন মাহাতো (৩৫), বাংলাদেশের জয়পুরহাট সদরের চিরোলা গ্রামের মুসলিম মন্ডলের ছেলে আমিনুল ইসলাম (৩২), জগদিশপুর সরদার পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে আব্দুল মজিদ (২৭), একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইয়াছিন আলী (২৭) ও মৃত মাইজ উদ্দীন মন্ডলের ছেলে মোতাহার মন্ডল (৩৫)।
জয়পুরহাটের র্যাব ক্যাম্প কমান্ডার আবু খায়ের বাংলানিউজকে জানান, জগদিশপুরের একটি বাড়িতে ভারত থেকে অবৈধভাবে আনা অস্ত্র কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় মোতাহার মন্ডলের বাড়ির টিনের ঘর থেকে দুই রাউন্ড তাজা গুলি ও একটি শুটারগান জব্দ করা হয়, আটক করা হয় ওই পাঁচজনকে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারত থেকে বিভিন্ন ধরনের অস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এইচএ/