সোমবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, তদন্ত দলের সদস্যরা সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে প্লেনযোগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবেন।
এই দলে রয়েছেন কমিটির আহবায়ক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) সফিকুল ইসলাম, একজন ডিআইজি (হাইওয়ে পুলিশের প্রতিনিধি), সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা পুলিশের প্রতিনিধি, বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেলের সহকারী পরিচালক, এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) ও বুয়েটের প্রতিনিধি, একজন সাংবাদিক প্রতিনিধি, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিনিধি ও বিআরটিএ’র পরিচালক (অপারেশন)।
এই কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
গত শনিবার (২৫ আগস্ট) নাটোর, ফেনী ও নরসিংদী জেলায় সড়ক দুর্ঘটনায় বেশ কিছু যাত্রী নিহত হন।
এসব দুর্ঘটনার কারণ ও দায় নিরুপণপূর্বক দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রণয়নের জন্য ১০ সদস্যের এ কমিটি গঠন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এইচএ/