ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) উত্তর সালনা এলাকায় দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পেছনে পিকআপের সংঘর্ষে ফজলুর রহমান বাদল (২৮) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

মঙ্গলবার (২৮ আগস্ট) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল নওগাঁর পরশা থানার ঘাটনগর এলাকার আবুল হোসেনের ছেলে।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নাওজোর হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) মো. অহিদুজ্জামান বাংলানিউজকে জানান, ভোরে উত্তর সালনা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাকের পেছনে ময়মনসিংহগামী সবজি বোঝাই একটি পিকআপের সংঘর্ষ হয়। এ সময় পিকআপের সামনে বসে থাকা সবজি ব্যবসায়ী বাদল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।