ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
বরিশালে হাজতির মৃত্যু

বরিশাল: বরিশালে কেন্দ্রীয় কারাগারের সমিরন মৃধা (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলায় ২০১৪ সালের ১৫ জানুয়ারি থেকে হাজতি হিসেবে কারাগারে ছিলেন।

সোমবার (২৭ আগস্ট) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। সমিরন বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি এলাকার মৃত অনিল কুমার মৃধার ছেলে।

যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ১৯ আগস্ট সমিরন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, সমিরনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।