ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

যমুনায় যাত্রীবোঝাই ট্রলার ডুবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
যমুনায় যাত্রীবোঝাই ট্রলার ডুবি যমুনায় যাত্রীবোঝাই ট্রলার ডুবি (প্রতীকী ছবি)

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে যাত্রীবোঝাই ট্রলার ডুবে গেছে। 

মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়েছেন।

ডুবে যাওয়া ট্রলারটিতে আনুমানিক শতাধিক যাত্রী ছিলো বলে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
কেএসএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।