ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
খাগড়াছড়িতে ইয়াবাসহ আটক ১ ইয়াবাসহ এক ব্যক্তি আটক। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির জেলা সদরের শালবন এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ গোলাম সরোয়ার ওরফে শিমুল (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) গভীর রাতে তাকে আটক করা হয়। শিমুল পশ্চিম শালবন এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।


 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শিমুলের বাসার সামনে থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।