ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় বাসের ধাক্কায় জোৎস্না আক্তার নামে আহত অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। 

একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় তার মেয়ে স্বপ্না আক্তার (৭)। জোৎস্না জেলার বারহাট্টা উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার স্ত্রী।

 

মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১১টায় নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২৭ আগস্ট) দিনগত রাতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন মারা যান সড়ক দুর্ঘটনায় আহত জোৎস্না।

এর আগে ওইদিন দুপুর ২টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় জোৎস্নার মেয়ে শিশু স্বপ্না। সেসময় অটোরিকশা যাত্রী জোৎস্নাসহ আহত হন অন্তত ১৬ জন। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটক করা হয় বাস ও অটোরিকশা।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।