ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাথর ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাথর ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিয়ার রহমান (৪৫) নামে এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে ভজনপুর এলাকার কাউরগছ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত তফিজ উদ্দীনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অলিয়ার রহমান নিজ বাড়িতে পানির পাম্পের সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ভজনপুর ইউনিয়ন চেয়ারম্যান (ইউপি) মকছেদ আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর বিষয় বাংলানিউকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।