ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
বাগেরহাটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটে খানজাহান আলী মাজার এলাকার একটি বটগাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বৃদ্ধের গায়ের রং শ্যামলা, মুখে লম্বা সাদা দাড়ি, পরনে চেক লুঙ্গি ও হাতা কাটা গেঞ্জি ছিল।

বাগেরহাট সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মনোজিত কুমার নন্দী বলেন, মাজার এলাকায় একটি দোকানের সামনের বটগাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।

পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিনি অন্য কোথাও থেকে এখানে এসে আত্মহত্যা করে থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।