মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বোদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল আমিন পটুয়াখালীর দক্ষিণ দিমাই এলাকার কেরামত আলী মির্জার ছেলে।
জানা যায়, সকালে শ্যামলী পরিবহনের একটি বাস খাগড়াছড়ি আসছিল। পথে গুইমারার বোদংপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আল আমিন নিহত হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এডি/আরবি/