মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুমু দুর্গাপুর উপজেলার মধ্যমবাগান এলাকার বাসিন্দা প্রভাত সরকারের মেয়ে।
রুমুর ভাই টুটন সরকার বাংলানিউজে জানান, ২০ আগস্ট (সোমবার) সকাল ১০টার দিকে তার বাবা ও বোন মোটরসাইকেলে করে দুর্গাপুর থেকে নেত্রকোনা সদরে যাচ্ছিলেন।
পূর্বধলার ধলামূলগাঁও পেরিয়ে হাটখলা বাজারের কাছে পৌঁছার পর
হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান রুমু। এসময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান।
আহত রুমুকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে মারা যান তিনি।
ছুটি কাটাতে স্বামীকে নিয়ে বাবার বাড়ি দুর্গাপুর বেড়াতে এসেছিলেন রুমু।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
আরএ