ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মাদক নিয়ে বিরোধে অটোরিকশাচালক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
নারায়ণগঞ্জে মাদক নিয়ে বিরোধে অটোরিকশাচালক খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রুবেল মিয়া (৩০) নামে সিএনজিচালিত এক অটোরিকশাচালক খুন হয়েছেন। মাদক সংক্রান্ত বিরোধ থামাতে গেলে তাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

মঙ্গলবার (২৮ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (২৭ আগস্ট) দিনগত রাত দেড়টায় উপজেলার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

রুবেল ওই এলাকার মৃত আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী এলাকায় জিসান ও সনেট নামে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর মধ্যে বিরোধ রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর মধ্যে জিসানের কাছে ২ হাজার টাকা পাওনা নিয়ে সোমবার রাতে বাকবিতণ্ডায় জড়ায় সনেট। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখানে রুবেল হাজির হয়ে মারামারি না করে বিচার করে দেওয়ার আশ্বাস দেয়। এতে সনেট ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে রুবেলকে পিটিয়ে আহত করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডল বাংলানিউজকে জানান, সোমবার কদমতলী এলাকাতে পঞ্চায়েত কমিটির সভা হয়। সেখানে রুবেল মাদকের বিরুদ্ধে কথা বলেছিলেন। এর মধ্যে রাতে দু’গ্রুপের মধ্যে মারামারি চলাকালে রুবেল হাজির হলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

তিনি আরও জানান, সনেট, হৃদয়সহ ছয়জনকে আটক করা হয়েছে। নিহতের ছোট ভাই সুমন মিয়া বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা করেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।