বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার খানেরহাট এলাকায় ছত্তার পরিবহন নামের বাসচাপায় আজিজ সিকদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দু’জন।
মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহত আজিজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।