মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে ওই গ্রামের একটি বাশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরিফুল পার্বতীপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, দুপুরে ওই গ্রামের একটি বাঁশ বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। নিখোঁজ আরিফুলের স্বজনরা পরিচয় নিশ্চিত করার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৩ আগস্ট) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলো আরিফুল। এ ঘটনায় তার বাবা আব্দুল কুদ্দুস শনিবার (২৫ আগস্ট) ঝিনাইদহ সদর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি (জিডি) করেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআরএস