ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

টাঙ্গাইল: টাঙ্গাইলে ধর্ষণ মামলায় আব্দুল জলিল (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া কন্যা শিশুটির পিতৃত্বের স্বীকৃতি ও ভরণ-পোষণের দায়িত্ব আসামিকেই নিতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জলিল ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত ইদ্দিস আলী ছেলে।

ট্রাইব্যুনালের বিশেষ সরকারি বিশেষ কৌশলী (পিপি) একেএম নাছিমুল আক্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১০ সালের ১ জানুয়ারি ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জলিল ধর্ষণ করেন। পরবর্তীতে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে জলিল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ধর্ষণের শিকার ওই নারী নিজেই বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।  

মামলা চলাকালীন সময়ে ২০১০ সালে ওই নারীর কন্যা সন্তান জন্ম হয়। আদালতে রাষ্ট্রপক্ষ ওই কন্যার ডিএনএ পরীক্ষার আবেদন করেন। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষায় মেয়েটির বাবা দণ্ডিত আব্দুল জলিল বলে প্রমাণিত হয়।  

আসামি জলিল জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন বলেও জানান পিপি নাছিমুল আক্তার।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।