মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জলিল ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত ইদ্দিস আলী ছেলে।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি বিশেষ কৌশলী (পিপি) একেএম নাছিমুল আক্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১০ সালের ১ জানুয়ারি ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জলিল ধর্ষণ করেন। পরবর্তীতে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে জলিল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ধর্ষণের শিকার ওই নারী নিজেই বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।
মামলা চলাকালীন সময়ে ২০১০ সালে ওই নারীর কন্যা সন্তান জন্ম হয়। আদালতে রাষ্ট্রপক্ষ ওই কন্যার ডিএনএ পরীক্ষার আবেদন করেন। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষায় মেয়েটির বাবা দণ্ডিত আব্দুল জলিল বলে প্রমাণিত হয়।
আসামি জলিল জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন বলেও জানান পিপি নাছিমুল আক্তার।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জিপি