ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে কারখানায় দগ্ধ হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
সাভারে কারখানায় দগ্ধ হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু 

ঢাকা (সাভার): সাভারে একটি পাইপ তৈরির কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মো. দবির (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৭ আগস্ট) রাতে সাভারের হেমায়েতপুর জামুর মুচিপাড়া এলাকার প্রমা গ্রুপের পাইপ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দবির মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামসা মাটিকাটা গ্রামের মৃত দিয়ানত খানের ছেলে।

তিনি প্রমা গ্রুপে প্রায় ১৫ বছর ধরে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।  

নিহত দবিরের পরিবারের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলায় দবিরের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ শুধু হাসপাতালের বিল ছাড়া অন্য কোনো ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে।  

আব্দুল আউয়াল নামে এক প্রতিবেশী জানান, দবির খুবই দরিদ্র। তার অবর্তমানে সংসারে উপার্জনক্ষম একজন লোক হারিয়ে গেলো। এখন কারখানা কর্তৃপক্ষ যদি কোনো ক্ষতিপূরণ না দেয় তবে দবিরের পরিবার বিপদে পড়বে।  

এ ব্যাপারে প্রমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ মজুমদার বলেন, দবির প্রায় ১৫ বছর ধরে ইলেকট্রিশিয়ান হিসেবে প্রমা গ্রুপে কাজ করতেন। এখানে গ্যাস লাইনের লিকেজ থাকায় গ্যাসের চুলা থেকে হঠাৎ আগুন ধরে গেলে তিনি আহত হন। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাপাসাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দবির মারা যান। তার চিকিৎসার বিল ছাড়াও পরিবারের সদস্যদের কথা বিবেচনা করে নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।  

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ও ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ গোলাম নবী শেখ বলেন, আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।   

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।