ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

১০ রিক্রুটিং এজেন্সিকে শোকজ করা হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
১০ রিক্রুটিং এজেন্সিকে শোকজ করা হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ফাইল ফটো

ঢাকা: মালয়েশিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে শ্রমবাজার নিয়ন্ত্রণের অভিযোগে বাংলাদেশের ১০টি রিক্রুটিং এজেন্সিকে শোকজ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

মঙ্গলবার ( ২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের ১০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ রয়েছে।

এই সিন্ডিকেটের কারণেই বাংলাদেশ থেকে ‘জিটুজি প্লাস’ নামের বর্তমান নিয়োগ পদ্ধতি আগামী ১ সেপ্টেম্বর বাতিল করেছে মালয়েশিয়া।  

এই ১০ টি এজেন্সি হলো- ইউনিক ইস্টার্ন, ক্যারিয়ার ওভারসিজ, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, এইচএসএমটি হিউম্যান রিসোর্স, সানজারি ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, প্যাসেজ অ্যাসোসিয়েটস, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড টুরিজম ও আল ইসলাম ওভারসিজ।

অভিযুক্ত এই ১০ এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী নুরুল ইসলাম বলেন, ১০ এজেন্সিকে আমরা নিয়ন্ত্রণ করিনি। মালয়েশিয়ার সরকার এই ১০ এজেন্সিকে দিয়েছে, আমরা দেইনি। আমাদের কাছে সবাই সমান। যে আসুক... আপনি নিয়ে আসেন। কেউ ডিমান্ড (চাহিদা পত্র) নিয়ে আসুক, আমরা দিতে পারবো। ১০ জনের বিরুদ্ধে আমি সব সময় ছিলাম, এখনো আছি। আমি সিন্ডিকেশনে বিশ্বাস করি না।

তিনি বলেন, আমরা এখনই তাদের শোকজ করবো। ব্যাখ্যা চাইবো। আমরা ডাটাগুলো আগে কালেকশন করে নিই।

মালয়েশিয়ার শ্রম বাজার চালুর বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বলেন, বাজার বন্ধের খবরটা সত্যি নয়। মালয়েশিয়ার লোকের দরকার। লোক নিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত পরিবর্তন করতে পারে।

তার ভাষ্য মতে, মালয়েশিয়ার বাজার বন্ধের বিষয়ে আমরা কোনো চিঠি পাইনি। যে চিঠির কথা বলা হচ্ছে তা সিনারফ্ল্যাক্সকে দেওয়া হয়েছে। চিঠি পেলে যোগাযোগ করবো। এ বিষয়ে জানতে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন আজ (মঙ্গলবার) মালয়েশিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ করছে।

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে জিটুজি প্লাস পদ্ধতিতে নিয়োগ বন্ধ হলেও যেসব কর্মীর সত্যায়নসহ নিয়োগের প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়েছে তারা মালয়েশিয়া যেতে পারবেন।

বাংলাদেশ সময়, ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮ 
টিআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।