ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আব্দুল আলিম ওরফে আঙ্গুর (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে সোমবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতার আব্দুল আলিম ওই গ্রামের মৃত আছাব আলীর ছেলে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ওই রাতেই মামলা করে শিশুর পরিবার। গুরুতর অসুস্থ শিশুটি বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়য়, সোমবার রাতে আব্দুল আলিম শিশুটিকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করেন। এসময় শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় আব্দুল আলিম। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।

শিশুর পরিবারের অভিযোগ, আব্দুল আলিম শিশুকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর ধর্ষণের ঘটনা জানাজানি না করতে তাদের নানাভাবে হুমকি দেয়। ঘটনা জানাজানি ও কোনো মামলা করলে তাদের হত্যা করার ভয়ও দেখায় আব্দুল আলিম। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিশুটির স্বজনরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে মামলায় অভিযুক্ত আলিমকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

তাকে ডাক্তারি পরীক্ষার-নিরীক্ষা জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া গ্রেফতার আব্দুল আলিমকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।