মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার শামসুন্নাহার তিনটি বিষয়ে জিরো টলারেন্স নেওয়া হবে উল্লেখ করে বলেন, সর্ব্বোচ শক্তি ও আন্তরিকতা দিয়ে গাজীপুর জেলায় পর্যায়ক্রমে মাদক, নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূল করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, গাজীপুরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন অবৈধ যানবাহন বন্ধ করা হবে।
এসময় গাজীপুরে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন নতুন পুলিশ সুপার।
মতবিনিময় সভায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, গোলাম সবুর, পংকজ দত্ত, আমিনুল ইসলাম, এএসপি সালেহ উদ্দিন আহমেদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের হাতে ফুলের তোড়া তুলে দেন এসপি শামসুন্নাহার।
গত ২৬ আগস্ট গাজীপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এসপি শামসুন্নাহার।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
আরএস/এএইচ