মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের পাঁচলিয়া এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে বলেন, থ্রি-হুইলার ও কম গতিসম্পন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে বলেন, মহাসড়কে তিন চাকা বিশিষ্ট, কম গতিসম্পন্ন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অনেক আগে থেকেই চলছিল।
সোমবার হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়া, পাবনা ও নাটোর রুটে সাঁড়াশি অভিযান চালানো হয়। মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, ভটভটি ও মাইক্রোবাস কেটে তৈরি করা পিকআপ ভ্যান দেখলেই রাস্তা থেকে খাদে নামিয়ে দেওয়া হচ্ছে। এসব যানবাহন মহাসড়কে না চালানোর জন্য চালকদের সতর্ক করা হচ্ছে।
গত দু’দিনে ৪০টি ব্যাটারিচালিত ভ্যান, ৫২টি অটোরিকশা ও ভটভটি এবং নয়টি লেগুনা জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি আব্দুল কাদের জিলানী।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জিপি