ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মহাসড়কের পাশে ডাম্পিং করা হচ্ছে ৩ চাকার যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
মহাসড়কের পাশে ডাম্পিং করা হচ্ছে ৩ চাকার যানবাহন মহাসড়কে কম গতিসম্পন্ন ও তিন চাকার যানাবহন আটক করে রাস্তার পাশে ডাম্পিং

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের ৯৯ কিলোমিটার মহাসড়কে কম গতিসম্পন্ন ও তিন চাকার যানাবহন বিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এসব যানবাহন দেখলেই পুলিশ আটক করে রাস্তার পাশে ডাম্পিং করছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের পাঁচলিয়া এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে বলেন, থ্রি-হুইলার ও কম গতিসম্পন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

বিকেলে পর্যন্ত প্রায় অর্ধশত যানবাহনকে সতর্ক করার পর মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে ছয়টি তিন চাকার যানবাহন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে বলেন, মহাসড়কে তিন চাকা বিশিষ্ট, কম গতিসম্পন্ন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অনেক আগে থেকেই চলছিল।

সোমবার হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়া, পাবনা ও নাটোর রুটে সাঁড়াশি অভিযান চালানো হয়। মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, ভটভটি ও মাইক্রোবাস কেটে তৈরি করা পিকআপ ভ্যান দেখলেই রাস্তা থেকে খাদে নামিয়ে দেওয়া হচ্ছে। এসব যানবাহন মহাসড়কে না চালানোর জন্য চালকদের সতর্ক করা হচ্ছে।

গত দু’দিনে ৪০টি ব্যাটারিচালিত ভ্যান, ৫২টি অটোরিকশা ও ভটভটি এবং নয়টি লেগুনা জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি আব্দুল কাদের জিলানী।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।