মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় চার কিলোমিটার দূরে পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাঁছী উপজেলার বিলাসবাড়ী থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
মিশু আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার (২৭ আগস্ট) দুপুরে মিশুসহ আরও কয়েকজন শিশু বাড়ির পাশে তুলশীগঙ্গা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সবার সামনে ওই শিশুটি পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী রাত ১০টা পর্যন্ত উদ্ধার কাজ চালালেও কোনো সন্ধান মেলাতে পারেনি।
মঙ্গলবার রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও এলাকাবাসী সকাল ১০টা থেকে নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিকেলে নিখোঁজের স্থান থেকে প্রায় চার কিলোমিটার দূরে পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাঁছী উপজেলার বিলাসবাড়ী থেকে মিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
** আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআরএস