ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

তিতাসে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
তিতাসে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে আরিফুল হক রিমন (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে পৌর এলাকায় কুমারপাড়া এলাকায় তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

সে পৌর এলাকার রেলওয়ে কুমারপাড়া কলোনির প্রবাসী আমিনুল হকের ছেলে।

আখাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জালাল আহমেদ বাংলানিউজকে জানান, বিকেলে কয়েক বন্ধু মিলে ফুটবল খেলার পর তিতাস রেলওয়ে ব্রিজের কাছে গোসল করতে যায়। সাঁতার শেখার জন্য রিমন একটি ফুটবল নিয়ে নদীতে নামে। কিছুদূর যাওয়ার পর একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যেতে থাকে। তার সঙ্গে থাকা বন্ধুরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারে নি তাকে।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি দল রিমনকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।