ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় গাফ্ফার হোসেন রাজু (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রাজু দেবিদ্বার পৌর এলাকা বারেরা গ্রামের প্রবাসী মো. গিয়াস উদ্দিনের ছেলে। সে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকায় এ ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাজু তার ছোট ভাইকে স্কুলে ভাত দিয়ে বাসায় ফেরার পথে পৌর এলাকায় বড় বোঝাই একটি ট্রাক (চট্ট-মেট্রো- ট ১১-১৫১৬) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে উঠে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার উপ পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বাংলানিউজ জানান, এ ঘটনায় ট্রাকটির হেলপার আরিফুল হককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।