ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
কোম্পানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত আবদুল ওয়াহিদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী থেকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা মহাসড়কে তার মৃত্যু হয়।  

এর আগে বেলা ১১টার দিকে ওই উপজেলার রামপুর ইউপির ১ ও ২ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী বসুরহাট-বাংলাবাজার সড়কের নাজির মিয়া সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল ওয়াহিদ উপজেলার ভূঁইয়া সেলিনা আক্তার মহিলা মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তিনি রামপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ইমাম আলী মিস্ত্রী বাড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার বামনী বাজার থেকে বসুরহাটগামী একটি অটোরিকশা বাইসাইকেল আরোহী ওই মাদ্রাসা শিক্ষককে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেওয়ার পথে বিকেলে কুমিল্লা মহাসড়কে তার মৃত্যু হয়। ।  

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।