ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে দেড় বছরের শিশুকে ধর্ষণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ধনবাড়ীতে দেড় বছরের শিশুকে ধর্ষণ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে সোহেল রানা (১৮) নামে বিকৃত ও নোংরা রুচির চাচার হতে দেড় বছরের এক শিশু বর্বর নির্যাতনের শিকার হয়েছে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধনবাড়ী থানায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দুপুরে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের পাচনখালি গ্রামে এ ঘটনা ঘটে।

লম্পট সোহল সম্পর্কে শিশুটির বাবার চাচাতো ভাই।

পুলিশ ও পারিবারিক সূত্র জানা যায়, দুপুরে ঘরের ভেতর ঘুমিয়ে ছিল দেড় বছরের ওই শিশুটি। এসময় বাড়িতে কেউ না থাকায় সোহেল ঘুমন্ত শিশুটিকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করার চেষ্টা করে। এতে শিশুটি অচেতন হয়ে পড়ে।

মারা গেছেভেবে রক্তাক্ত অবস্থায় শিশুটি রেখে বখাটে সোহেল পালিয়ে যায়। শিশুটি মা বাড়িতে এসে অচেতন ও উলঙ্গ অবস্থায় দেখে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিশুটির অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মমতাজ উদ্দিন আহমেদ রাকিব বাংলানিউজকে বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শিশুটির অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিকৃত ও নোংরা রুচির অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।