ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনা রোধে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে স্পিড গান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
দুর্ঘটনা রোধে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে স্পিড গান

নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশের ৫২ কিলোমিটার এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন প্রয়োগ, ফিটনেস পরীক্ষাসহ নানা উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। 

এর অংশ হিসেবে মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রাথমিকভাবে দুটি গতি পরিমাপকযন্ত্র (স্পিড গান) উদ্বোধন করেছেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, শফিউর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলা, জেলা বাসমালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের একাধিক দল এসময় উপস্থিত ছিলেন।

 

পুলিশ সুপার জানান, মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ড্রাইভিং লাইসেন্স চেক, ফিটনেস চেকসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে পরিমাপকযন্ত্র বা স্পিড গানের ব্যবহার শুরু করা হয়েছে। সড়ক দুর্ঘটনারোধী সব কার্যক্রম অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।