ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীর চিহ্নিত মাদক বিক্রেতা পুরি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
গোদাগাড়ীর চিহ্নিত মাদক বিক্রেতা পুরি আটক র‌্যাবের হাতে আটক মাদক বিক্রেতা/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সুলতানা পুরিকে (৩২) হেরোইনসহ আটক করেছে র‌্যাব। 

বুধবার (২৯ আগস্ট) দিনগত রাত সোয়া ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি বুজরুকপাড়া গ্রামের মৃত ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক রাজারামপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুলতানা পুরিকে আটক করা হয়। এসময় ওই বাড়িতে তল্লাশি করে সিঁড়ির নিচ থেকে ৮৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে হেরোইন ও ইয়াবা বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় আরও একটি মামলা দায়ের করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।