বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে ময়নাতদন্তের পর শিশুটির বাবা মরদেহ কোলে নিয়ে জরুরি বিভাগের সামনে একটি অ্যাম্বুলেন্সে উঠেন। সঙ্গে ছিলেন তার স্ত্রীসহ অন্য আত্মীয়-স্বজনরা।
** বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিঁটকে পড়া শিশুর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা সোহেল মাহমুদ বাংলানিউজকে বলেন, বাসের ধাক্কায় মায়ের কোলে থাকা আকিফা ছিটকে মাটিতে পড়ে মাথায় আঘাত পায়। ওই আঘাতের কারণে তার মৃত্যু হয়।
শিশুটির বাবা হারুন বাংলানিউজকে জানান, কুষ্টিয়ায় চৌড়হাস এলাকার নিজ বাড়িতে তার শিশু সন্তানের দাফন করা হবে।
মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে ফরিদপুরগামী গঞ্জেরাজ পরিবহনের একটি বাস চৌড়হাস মোড়ের কাউন্টারে এসে থামে। ঠিক সে সময় থেমে থাকা বাসের সামনে দিয়ে এক বছরের শিশুকন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোনো হর্ন ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে এসে রিনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হয় আকিফা। পরে স্থানীয়দের সহায়তায় আহত মা ও মেয়েকে উদ্ধার করে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় আঘাত পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ওইদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বুধবার (২৯ আগস্ট) সকাল ১১টায় সেখানে আকিফা অস্ত্রোপচার করা হয়। পরে বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়।
এদিকে, বাসের ধাক্কা দেওয়ার ভিডিওটি স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়লে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফুঁসে ওঠে সচেতন মহল। প্রতিবাদে বুধবার চৌড়হাস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এজেডএস/জিপি