বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ঢালিয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দেলোয়ার হোসেন ওই ইউনিয়নের মোবারকপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
নিহতের বাবা আব্দুল বারেক বাংলানিউজকে জানান, বুধবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে মাছ ধরার জন্য ফুলকুচি (মাছ মারা যন্ত্রবিশেষ) নিয়ে ঢালিয়া বিলে যাওয়ার পর আর ফিরে আসেনি দেলোয়ার। বৃহস্পতিবার সকালে ওই বিলের বীজ ক্ষেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয় সবুজ মিয়া। পরে পুলিশকে খবর দেওয়া হয়। দেলোয়ার হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গৌরীপুর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) রিপন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমএএএম/ওএইচ/