ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

৫০ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত করলো ডিএনসিসি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
৫০ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত করলো ডিএনসিসি  আগারগাঁওয়ে ডিএনসিসির অভিযান

ঢাকা: অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজধানীর আগারগাঁও এলাকায়। ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে দোকান ও নার্সারি করে আসছিল একটি মহল।

আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন ভবনসহ সরকারের গুরুত্বপূর্ণ অফিস থাকায় প্রতিনিয়ত বাড়তি ঝামেলায় পড়তে হয় অফিসগামী লোকজন ও পথচারীদের। তাছাড়া অবৈধ দখলদারিত্বের কারণে রাস্তার বেহাল দশায় চরম বিড়ম্বনায় পড়েন নির্বাচন কমিশন সচিবালয়ের লোকজন।

 

এ অবস্থায় বৃহস্পতিবার (৩০ আগস্ট) ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) এসএম অজিয়র রহমান ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
 
অভিযানে আগারগাঁও মাহবুব মোর্শেদ সরণি ও নির্বাচন কমিশন সংলগ্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়। এতে অবৈধভাবে স্থাপিত ১৫টি নার্সারি, ২০০টি অস্থায়ী দোকানসহ অন্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।